নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ওএসডি

2 months ago 22

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শফিউল আজিম আওয়ামী লীগের আমলে সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

আলাদা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

আরএমএম/ইএ/এমএস

Read Entire Article