নির্বাচন কমিশনকে স্বাগত জানাল খেলাফত মজলিস

1 month ago 29
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনসহ কমিশনে থাকা অন্য সদস্যবৃন্দকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে নেতাকর্মীরা জানান, নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ সকল কমিশনারকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি তারা স্বাধীনভাবে দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে স্বীয় দায়িত্ব পালনে সক্রিয় হবেন। পতিত স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ পূর্ববর্তী নির্বাচন কমিশনারদের পরিণতি থেকেও শিক্ষা গ্রহণ করবেন। বিবৃতিতে আরও জানানো হয়, নতুন নির্বাচন কমিশনাররা একটি সুষ্ঠ, গ্রহণযোগ্য ও জবাবদিহীমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যভার গ্রহণের দিন থেকেই প্রস্তুতি শুরু করবেন। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং সংস্কার কমিশনের সিদ্ধান্তগুলো আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করবেন। একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে আমরা প্রত্যাশা করছি।
Read Entire Article