নির্বাচন ঘিরে কৌশল নির্ধারণে বিএনপি

2 hours ago 7

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রচার-প্রচারণার কৌশল ও মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচনের পূর্বাপর রাজনৈতিক অবস্থান, মিত্র দলগুলোর সঙ্গে সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান শক্ত করার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।

কেএইচ/এমকেআর

Read Entire Article