‘নির্বাচন চাই না, দরকার ইউনূস সরকার’
এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল এক চিঠি। চিঠিতে লেখা রয়েছে, ‘নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার।’ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৪টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা করা হয়। টাকার সঙ্গে নামে-বেনামে রয়েছে অসংখ্য চিঠি।
চিঠিতে লেখা রয়েছে, ‘হে পাগলা বাবা, তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না। আমাদের দরকার ইউনূস সরকার, তুমি দোয়া করো যেন নির্বাচন না হয়। দোয়া রহিল- ইতি সাধারণ জনগণ।’
এবার ৪ মাস ১৮ দিন পর মসজিদের ১৩টি দানবাক্স থেকে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা কার্যক্রম। সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে মসজিদের ২য় তলায় ঢেলে সকাল ৯টায় গণনা শুরু হয়। দিনব্যাপী গণনা শেষে সন্ধ্যায় জানা যাবে দানের পরিমাণ।
টাকা গণনায় ৩৪০ জন মাদ্রাসার শিক্ষার্থী, জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ৯ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ৫ জন আনসার ব্যাটালিয়ন ১০ জন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। প্রতিবার তিন মাস পর খেলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে।
দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় দানবাক্স খোলা হয়েছে। এ ছাড়াও সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ১২ এপ্রিল দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন দানের পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে।