নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মিলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে জনগণ তা মেনে নেবে না। দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন ঘটিয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া এলাকাবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুল হক মিলন বলেন, আজ আমাদের হৃদয়ে গভীর বেদনার সুর বাজছে। যে নেত্রীকে নিয়ে আজ আলোচনা করছি, তিনি ত্যাগের মহিমায় আলোকিত হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তিনি আরও বলেন, ১৯৪৫ সালে জন্ম নেওয়া খালেদা জিয়া অল্প বয়সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে যুদ্ধকালীন দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই তার জীবন শুরু হয়। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ এবং ১৯৭১ সাল

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মিলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে জনগণ তা মেনে নেবে না। দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন ঘটিয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া এলাকাবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুল হক মিলন বলেন, আজ আমাদের হৃদয়ে গভীর বেদনার সুর বাজছে। যে নেত্রীকে নিয়ে আজ আলোচনা করছি, তিনি ত্যাগের মহিমায় আলোকিত হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন।

বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তিনি আরও বলেন, ১৯৪৫ সালে জন্ম নেওয়া খালেদা জিয়া অল্প বয়সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে যুদ্ধকালীন দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই তার জীবন শুরু হয়। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—দুই যুদ্ধের সময়ই তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়।

মিলন বলেন, মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর বেগম খালেদা জিয়াকে সন্তানসহ পাকিস্তানি বাহিনীর হাতে আটক হতে হয়েছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মানসিকভাবে নিজেকে শক্ত করে গড়ে তুলেছিলেন।

শহীদ জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষা অবৈতনিক করেন, নারীদের স্বাবলম্বী করতে যুগান্তকারী পদক্ষেপ নেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেন এবং বয়স্ক ও বিধবা ভাতা চালু করেন। গণতন্ত্র সুসংহত করতে তিনি রাষ্ট্রপতি শাসনব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী শাসনব্যবস্থা পুনর্বহাল করেন।

মিলন অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। কারাগারে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, বিদেশে চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলেও তখন আর কিছু করার ছিল না।

বেগম খালেদা জিয়ার কারণে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হতে পেরেছেন উল্লেখ করে মিলন তার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোজাহার আলী। এতে জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow