নির্বাচন নিয়ে ‘দুই-একটা পক্ষ ধোঁয়াশা’ সৃষ্টি করছে : সালাহউদ্দিন

2 hours ago 2
সংসদ নির্বাচন নিয়ে ‘দু-একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে সেই ঐক্যে ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হচ্ছে। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি কিন্তু নির্বাচন নিয়ে যেন দু-একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে।  ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমি আহ্বান জানাব, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে তখন এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই….এই আহ্বান সব রাজনৈতিক দলের কাছে আমি রাখছি সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি- যদি জনগণ আমাদের (বিএনপি) ম্যান্ডেট দেয় ইনশাল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদের যা যা করতে হয় আইন প্রণয়নসহ কার্যকর করতে সবকিছু করা হবে। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি, যে বাংলাদেশে কোনো দিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। তিনি বলেন, ‘আজকে কোথাও কোথাও বলতে শুনলাম, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পাঁয়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো বিগত এক বছর আমরা অনেকটা আলাপ-আলোচনা এবং সরকারের সঙ্গে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে গেল সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সে জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দোদুল্যমানতা দেখানো ঠিক হবে না। বিএনপির এ নেতা বলেন,  আসুন যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ-আলোচনা করি, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি এবং এ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্মাণ করি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করি এবং একটি শক্তিশালী জবাবদিহিমূলক সংসদ আমরা রচনা করি। তার মধ্য দিয়ে আমরা আজকে যে সমস্ত অধিকারের কথা বললাম এই অধিকারগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে, যদি এই আইনগুলো তখনই বাস্তবায়ন করা, প্রণয়ন করা সম্ভব হয়। যদি আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীব্যাপী স্বীকৃত একটা নির্বাচন করি। ‘মায়ের ডাকের’ সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সঞ্চালনায় আলোচনা সভায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি, বিএনপির মাহাদী আমিন, গুম বিষয়ক গবেষক মাহমুদ রাকিব, গুম হওয়া সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান তালুকদার খোকন, মাইকেল চাকমাসহ গুম হওয়া পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
Read Entire Article