নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অপরিবর্তিত: প্রেস সচিব

3 months ago 96

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা আগেও যেমন বলেছেন, এখনো সেই অবস্থানে অটল রয়েছেন। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ মে) জাগো নিউজকে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি সময়ে। এই বক্তব্যে কোনো পরিবর্তন আসেনি। রাজনৈতিক দলগুলোর নিজস্ব মত থাকতেই পারে। তবে আমরা আশা করি, তারা প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখবেন এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন।

নির্বাচনের সময় নির্ধারণ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারণে আবহাওয়া, ঝড়-বৃষ্টি এবং সার্বিক পরিস্থিতিও বিবেচনায় রাখা হবে।

এমইউ/এএএম/এএমএ/জেআইএম

Read Entire Article