নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

2 months ago 7

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো হতাশা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (০১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘গণশক্তি সভা’ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, মানুষ একটি প্রভাবমুক্ত নির্বাচন চায়। কিন্তু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। ঐকমত্য কমিশনের আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও অনেক বিষয়ে এখনো মতানৈক্য রয়ে গেছে। আমাদের দেশে রাজনৈতিক নেতাদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনার যে অভ্যাস এতদিন ছিল না, এখন তা তৈরি হচ্ছে। এ সংস্কৃতি ধরে রাখতে হবে। কার্যকর গণতন্ত্র চর্চার জন্য এটাই পথ। জুলাই অভ্যুত্থানে যে অর্জন হয়েছে, তা যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকা জরুরি। 

তিনি বলেন, দেশের রাজনীতিতে নতুন এক সংস্কৃতি হিসেবে উঠে এসেছে আলোচনা এবং ঐকমত্যের চেষ্টা। এই ধারাকে ধরে রেখে দেশের ‘ভবিষ্যৎ গঠনমূলক সংস্কার’ এগিয়ে নিতে হবে। আলোচনার মাধ্যমে যতদূর ঐকমত্য হবে, ততদূর সংস্কার হবে। বাকি সংস্কার পরবর্তীতে।

সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাংবাদিক ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, নাগরিক ঐক্যের শাকিব আনোয়ার, বাংলাদেশ জনতার পার্টির আব্দুল আহাদ নূর, নাগরিক নারী ঐক্যের ফেরদৌসী আক্তার প্রমুখ।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জনতা ফ্রন্টের আবু আহাদ আল মামুন, প্রাইম সিভিল সোসাইটির মেহতাজ হোসেন, বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি, জাস্টিস পার্টির আবুল কাশেম মজুমদার, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল, বিশিষ্ট লেখক ও গবেষক ইমরান চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর নেতা ওমর ফারুক ও জুবায়ের আল মাহমুদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী রুহুল আমিন।

Read Entire Article