ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আমরা সরকারের নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত নির্বাচন চাই। আমাদের প্রত্যাশা, আর এ জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দেবে সরকার।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। অন্যদিকে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে।