নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে : মুরাদ

3 hours ago 5

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ; তাদের বক্তব্য- বিবৃতিতে এমনটাই মনে হয়েছে। কিন্তু ‘৭১ এর পরাজিত শক্তি এবং ‘২৪ এর পরাজিত শক্তি এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মুরাদ বলেন, যতই যড়যন্ত্র হোক আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মজীবনের ওপর স্মৃতিচারণ করেন মুরাদ। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এই ৩১ দফায় কৃষক, শ্রমিক, নারীর উন্নয়ন, ছাত্র-সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন ও অধিকারের কথা উল্লেখ করা আছে। 

ঢাকা জেলা যুবদলের এই সভাপতি বলেন, আমরা ধামরাইবাসী সবাই এক। আগামী সংসদ নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করে জনগণের বিপুল ভোটে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা এম এ জলিল, আনছার আলী, আশিকুর রহমান খান মিলন, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, যুবদল নেতা ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ইশতিয়াক আহমেদ ফারুক প্রমুখ।

Read Entire Article