নির্বাচন যাই হোক, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি তারকার একতার ডাক

2 hours ago 3

গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি সিনেমার তারকা অভিনেতা ক্রিস প্র্যাট। তিনি বিশ্বাস করেন যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল যাই হোক না কেন, আমেরিকানদের একে অপরকে সমর্থন করা উচিত। এক থাকা উচিত।

মারিয়া শ্রাইভারের দ্য সানডে পেপার ওয়েবসাইটে একটি অপ-এডে প্র্যাট বলেন, নির্বাচনের ফলাফল যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, একে অপরের পাশে দাঁড়ানোই আসল বিষয়। তিনি লিখেছেন, ‘যে কেউ জিতুক বা হারুক, আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যাদের সাহায্য প্রয়োজন। সবাই মিলে সেই মানুষের পাশে থাকতে হবে।’

প্র্যাট তার লেখায় আরও বলেন, ‘অনেকের মতো আমিও এই নির্বাচনী সময়ের মধ্যে 'ডুমস্ক্রোলিং' করেছি। আমি উভয় দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি দেখতে পাই। আমি বুঝি যে মানুষের জীবন এবং অধিকার ঝুঁকির মধ্যে রয়েছে। তবে অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা সরকারের কাছে অবহেলিত এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন।’

তিনি বলেন, ‘মানুষ আমাকে মার্ভেলের সুপারহিরো হিসেবে জানে। কিন্তু আমি ছোট শহরে বড় হয়েছি। সেখানে আমার মা-বাবা তাদের জীবনযাপন চালিয়ে নিতে সংগ্রাম করতেন, তারা 'দরিদ্র' ছিল। আমার জীবন যদিও এখন বদলে গেছে, তবুও আমি নির্বাচনটিকে 'দুই পক্ষের আমেরিকানদের চোখে' দেখার চেষ্টা করছি।’

গারফিল্ড ছবির এই তারকা তার লেখায় উল্লেখ করেন যে তিনি অনেক চিন্তা করছেন, ‘৬ নভেম্বর আমরা কোন অবস্থানে থাকব এবং এত বিভাজনের পর আমরা কীভাবে সামনে এগুবো।’

প্র্যাট তার শৈশবে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করেন ‘পরাজয় খেলার অংশ’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি এখন অনেক মানুষ এই পাঠটি শেখেনি। তারা জয়ী হওয়াকেই সম্মানজনক মনে করে।’

প্র্যাট লেখেন, ‘কখনও কখনও আপনার দল জেতে না। তার মানে সব শেষ নয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সবার জন্য সবচেয়ে বড় খেলা। দল লাল বনাম দল নীল। এটি চার বছরের প্রতিযোগিতা, এক উত্তেজনাপূর্ণ পুনঃম্যাচ।’

তিনি আরও বলেন, ‘তবে আমি জানি যে খেলাধুলার ফলাফল নির্বাচন থেকে আলাদা, যেখানে মানুষের জীবন এবং জীবিকা ঝুঁকিতে রয়েছে।’

জুরাসিক ওয়ার্ল্ড তারকা জানান, তিনি এই অপ-এড এখন লিখছেন কারণ তিনি জানেন, ভোটারদের একটি বড় অংশ ৬ নভেম্বর অত্যন্ত হতাশ হবে। হারার পর কিছু সময় শোক করা ঠিক, সঠিক। আয়না সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলুন। কিন্তু যদি আমরা পরাজয়ে প্যারালাইজড হয়ে যাই বা বিজয়ে অতিরিক্ত গর্বিত হয়ে উঠি তবে আমাদের দলের প্রতি আনুগত্য বড় হয়ে দেশের প্রতি ভালোবাসা ছোট হয়ে যাবে।’

প্র্যাটের এই লেখাটি আসে এভেঞ্জার্স সিনেমার তারকা স্কারলেট জোহানসন, রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ডন চিডল, দানাই গুরিরা এবং পল বেটানি-এর নির্বাচনী সমর্থনের পর, যারা কমলা হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে সমর্থন দিয়েছেন।

এলএ/জিকেএস

Read Entire Article