এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা আজকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তিনটা বিষয়ে রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছি। বিশেষ করে নির্বাচন, সংস্কার ও ফ্যাসিবাদী খুনিদের বিচারের একটি রোডম্যাপ ঘোষণা করুন।
তিনি বলেন, আমরা জানতে চেয়েছি, আপনি (প্রধান উপদেষ্টা) আসলে পদত্যাগ করতে চেয়েছেন কি না? তিনি জানালেন, উনি আসলে সুষ্ঠু নির্বাচন দেওয়ার মত পরিবেশ পাননি এবং বিভিন্ন বিষয়ের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। উনার চাওয়া একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন দেওয়া। উনি যখন বুঝবেন সবকিছুর ওপর নিয়ন্ত্রণ রয়েছে, পরিবেশ অনুকূলে তখন উনি নির্বাচন দেবেন।
রোববার (২৫ মে) সন্ধ্যায় ৭টার পর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।
মঞ্জু বলেন, আমরা বলেছি ছাত্ররা ঐক্য ধরে রাখতে পারে নাই। আপনি প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যবস্থা করুন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ান। আপনাকে থাকতে হবে। আমরা সবাই মিলে পরাজিত হওয়ার সুযোগ নেই।
এদিকে আজ প্রথম দফার বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
আরএএস/জেএইচ/জিকেএস