নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেউ যদি এই নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করে, তবে সে যতই ক্ষমতাশালী হোক, নির্বাচন কমিশন তাকে রেহাই দেবে না।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের এফআইবিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ সেন্টারে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকার ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন দিতে প্রস্তুত। পুরো বিশ্ব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে চেয়ে আছে। এই নির্বাচন কেউ কলুষিত করার চেষ্টা করলে সে যতই ক্ষমতাশালী হোক নির্বাচন কমিশন তাকে রেহাই দেবে না।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আগের মতো না। এই কমিশন যে কোনো মূল্যে এ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান (উপসচিব) (বিটিইবি) প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান প্রমুখ।
লিপসন আহমেদ/কেএইচকে/জেআইএম