নির্বাচনি প্রচারণায় আগামীকাল সিরাজগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার সিরাজগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দলীয় কমর্সূচির অংশ হিসেবে পঞ্চগড় থেকে নির্চানি প্রচরনা শুরু করে তিনি বিভিন্ন জেলায় পথসভা, জনসভা করবেন। সফরকালে তিনি সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে দুপুরে জনসভা করে বিকেলে উল্লাপাড়ায় সরকারি এম আকবর আলী কলেজ মাঠে পথ সভা অংশ গ্রহন করবেন। উল্লাপাড়ার পথসভা শেষে তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। এসব কর্মসূচির মাধ্যমে তিনি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাধারণ ভোটারদের কাছে জামায়াতে ইসলামীর নির্বাচনি বার্তা তুলে ধরবেন। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামী ও উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, আমিরের এই সফর সিরাজগঞ্জে দলের নির্বাচনি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নির্বাচনি প্রচারণায় আগামীকাল সিরাজগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার সিরাজগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,

দলীয় কমর্সূচির অংশ হিসেবে পঞ্চগড় থেকে নির্চানি প্রচরনা শুরু করে তিনি বিভিন্ন জেলায় পথসভা, জনসভা করবেন।

সফরকালে তিনি সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে দুপুরে জনসভা করে বিকেলে উল্লাপাড়ায় সরকারি এম আকবর আলী কলেজ মাঠে পথ সভা অংশ গ্রহন করবেন। উল্লাপাড়ার পথসভা শেষে তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হবেন।

এসব কর্মসূচির মাধ্যমে তিনি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাধারণ ভোটারদের কাছে জামায়াতে ইসলামীর নির্বাচনি বার্তা তুলে ধরবেন।

এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামী ও উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, আমিরের এই সফর সিরাজগঞ্জে দলের নির্বাচনি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow