নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দেওয়ার দাবিতে সংলাপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকারের বিষয়গুলো অগ্রাধিকার দেওয়ার দাবিতে খুলনা বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত। কোয়ালিশন ফর এডভ্যান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস-এর পক্ষে ওয়াটারএইড বাংলাদেশ এবং সহযোগী সংস্থা রূপান্তর সংলাপটি আয়োজন করে। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তারা অভিযোগ করেন, নারী ও শিশুরা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও নির্বাচনী প্রতিশ্রুতিতে তাদের প্রয়োজনীয়তা যথাযথভাবে প্রতিফলিত হয় না। প্রাথমিক শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশুমৃত্যু হ্রাসে অগ্রগতি থাকলেও সহিংসতা, বাল্যবিয়ে, শিশুশ্রম, মানসম্মত শিক্ষার অভাব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, জলবায়ু প্রভাব ও ওয়াশ সেবায় বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। সংলাপে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি, প্রান্তিক ও দুর্যোগপ্রবণ এলাকায় সমতাভিত্তিক শিক্ষাসেবা, শিশুদের ডিজিটাল নিরাপত্তা এবং লিঙ্গ-সংবেদনশীল শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন ঘোষ কোয়ালিশনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন ক

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দেওয়ার দাবিতে সংলাপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকারের বিষয়গুলো অগ্রাধিকার দেওয়ার দাবিতে খুলনা বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত। কোয়ালিশন ফর এডভ্যান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস-এর পক্ষে ওয়াটারএইড বাংলাদেশ এবং সহযোগী সংস্থা রূপান্তর সংলাপটি আয়োজন করে।

রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তারা অভিযোগ করেন, নারী ও শিশুরা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও নির্বাচনী প্রতিশ্রুতিতে তাদের প্রয়োজনীয়তা যথাযথভাবে প্রতিফলিত হয় না। প্রাথমিক শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশুমৃত্যু হ্রাসে অগ্রগতি থাকলেও সহিংসতা, বাল্যবিয়ে, শিশুশ্রম, মানসম্মত শিক্ষার অভাব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, জলবায়ু প্রভাব ও ওয়াশ সেবায় বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ।

সংলাপে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি, প্রান্তিক ও দুর্যোগপ্রবণ এলাকায় সমতাভিত্তিক শিক্ষাসেবা, শিশুদের ডিজিটাল নিরাপত্তা এবং লিঙ্গ-সংবেদনশীল শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন ঘোষ কোয়ালিশনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাস্থ্য ও পুষ্টিকে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে আখ্যা দিয়ে অংশগ্রহণকারীরা কিশোরী মেয়েদের পুষ্টি, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক উন্নয়ন এবং ভুক্তভোগী-কেন্দ্রিক সুরক্ষা সেবার জোরদারের আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু-সহনশীল ওয়াশ, বর্জ্য ব্যবস্থাপনা, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাবও আসে।

রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, ‘ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন দুর্বল। ভোটারের দৃষ্টিতে নীতি গ্রহণ জরুরি, যাতে কাউকে পেছনে ফেলা না হয়।’

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি অ্যাডভোকেট ফাতেমা খন্দকার রিমা বলেন, ‘নারী-শিশু সুরক্ষা, বাল্যবিয়ে ও নারী পাচারসহ নানা বিষয়ে আইন থাকলেও প্রয়োগ দুর্বল। নতুন প্রতিশ্রুতির চেয়ে জবাবদিহি ও বাস্তবায়ন এখন বেশি গুরুত্বপূর্ণ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow