নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯ থেকে বেড়ে ১০০ হবে: ইসি

2 months ago 30

নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১০০টিতে উন্নীত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি কমিশনার বলেন, নির্বাচন কমিশন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, তারা তাদের দলীয় নিবন্ধন ও দলীয় প্রতীক দুটিই ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি যেহেতু আমাদের প্রতীকের তফসিলে আনতে হবে এবং একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, তাই একটু সময় লাগবে।

এমওএস/এমকেআর/জিকেএস

Read Entire Article