নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দেশে ৮ লাখ ৯৭ হাজার ১১৭ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্য অংশ নেন; এর মধ্যে ২ হাজার ৯৫০ পুরুষ এবং ৭৩ নারী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলা হলো সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। বিজিবি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই অনৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকাবেন। নির্বাচনি প্রস্তুতি বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি উপজেলায় দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু হিসেবে উল্লেখ করে তা দমন করতে কঠোর হওয়ার আহ্বান জানান। সভায় নবীন সৈনিকদের উদ্দেশে পেশাদারিত

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দেশে ৮ লাখ ৯৭ হাজার ১১৭ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্য অংশ নেন; এর মধ্যে ২ হাজার ৯৫০ পুরুষ এবং ৭৩ নারী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলা হলো সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। বিজিবি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই অনৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকাবেন।

নির্বাচনি প্রস্তুতি বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি উপজেলায় দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু হিসেবে উল্লেখ করে তা দমন করতে কঠোর হওয়ার আহ্বান জানান। সভায় নবীন সৈনিকদের উদ্দেশে পেশাদারিত্ব, সততা এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শও দেন তিনি।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিক প্রশ্ন করেন পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন। তা ভোটারদের শঙ্কিত করবে কি না? জবাবে তিনি বলেন, আপনি তো নিজে শঙ্কিত না। আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা পালায়া আছে অন্য জায়গায়, ওখান থেকে অনেক কিছু বলতে পারে।

তিনি আরও বলেন, তারা পালায়ে আছে, পালায়ে ওখান থেকে বলতেছে। তাদেরটায় কেউ শঙ্কিত হবে না কি। যদি ওনাদের সাহস থাকে দেশের ভেতরে আসুক। আইসা আইনের আওতায়, আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায়া কথা বললে তো এটার কোনো ‘ভেল্যু’ নাই।

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বা নির্বাচনে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow