নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে। ২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাহফিল ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং কোনো ধরনের পেশিশক্তি বা প্রভাব বিস্তার সহ্য করা হবে না। ডা. শফিকুর রহমান আরও বলেন, কেউ যদি ভোট কাটার চেষ্টা করে বা কেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, জনগণ তাদের প্রতিহত করবে। অতীতের মতো ভোট ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো অনিয়মের চেষ্টা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। জুলুম, ফ্যাসিবাদ এবং জাতিকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো যদি একসাথে নির্বাচনে অংশ নেয় এবং ভোটের বাক্স একত্রে সাজাতে পারে, তাহলে দেশে নতুন রাজনৈতিক ইত

নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে।

২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাহফিল ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং কোনো ধরনের পেশিশক্তি বা প্রভাব বিস্তার সহ্য করা হবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কেউ যদি ভোট কাটার চেষ্টা করে বা কেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, জনগণ তাদের প্রতিহত করবে। অতীতের মতো ভোট ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো অনিয়মের চেষ্টা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। জুলুম, ফ্যাসিবাদ এবং জাতিকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো যদি একসাথে নির্বাচনে অংশ নেয় এবং ভোটের বাক্স একত্রে সাজাতে পারে, তাহলে দেশে নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি সম্ভব। জনগণই ঠিক করবে দেশ কোন পথে এগোবে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো সেই পথে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বক্তারা একমত, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে এ সম্মেলন আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow