নির্বাচিত সরকারের বিকল্প নেই : লায়ন ফারুক
যথাসময়ে (আগামী ফেব্রুয়ারিতে) জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান।
সরকারের উদ্দেশে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিন। সংকট উত্তোরণে নির্বাচন ও নির্বাচিত সরকারের বিকল্প নেই।
রোববার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক এ সব কথা বলেন।
১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন। এ কথা আগেও বলেছি, এখনো বলছি। শুধু তিস্তা নয়; ৫৪টি নদী আছে- যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে। সব নদীর উজানে তারা বাঁধ দিয়েছে। আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। জীবন-জীবিকা থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত হয়েছে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কথায় কথায় আপনারা বলেন নিরপেক্ষ, নিরপেক্ষ। কিন্তু শুধু এ জায়গায় থাকলে চলবে না। আপনাদেরকে মুখ খুলতে হবে। ভারতকে বলতে হবে যে, আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।
এ সময় ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

4 hours ago
7









English (US) ·