নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু
ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষের মাঝে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। নির্বাচিত হতে পারলে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে এক দেশের নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করেছেন তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দাগনভুঞা পৌরসভার আলাইয়াপুর পাল বাড়িতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে কুশল বিনিময়ে উপস্থিত হয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনারা সবাই জানেন সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের পরিবারের একটি সুসম্পর্ক রয়েছে। এখানে কে হিন্দু, কে মুসলমান সে চিন্তা আমরা কখনো করিনি, সে ভেদাভেদ করিনি। বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে এই অঞ্চলে কে কোন বর্ণের বা কে কোন ধর্মের— এসব কোনো ভেদাভেদ থাকবে না। কে হিন্দু কে মুসলমান এসব বাদ দিয়া আমরা এক দেশের নাগরিক হিসেবে মিলেমিশে থাকতে চাই। আমরা একে অপরের ভাই এবং বোন। ধর্মীয় উৎসব ও রীতিনীতি পালনের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, স
ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষের মাঝে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। নির্বাচিত হতে পারলে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে এক দেশের নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করেছেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দাগনভুঞা পৌরসভার আলাইয়াপুর পাল বাড়িতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে কুশল বিনিময়ে উপস্থিত হয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনারা সবাই জানেন সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের পরিবারের একটি সুসম্পর্ক রয়েছে। এখানে কে হিন্দু, কে মুসলমান সে চিন্তা আমরা কখনো করিনি, সে ভেদাভেদ করিনি।
বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে এই অঞ্চলে কে কোন বর্ণের বা কে কোন ধর্মের— এসব কোনো ভেদাভেদ থাকবে না। কে হিন্দু কে মুসলমান এসব বাদ দিয়া আমরা এক দেশের নাগরিক হিসেবে মিলেমিশে থাকতে চাই। আমরা একে অপরের ভাই এবং বোন।
ধর্মীয় উৎসব ও রীতিনীতি পালনের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, এক্ষেত্রে কারও কিছু বলার অবকাশ নেই। পারিবারিকভাবে আমি এটাই শিখছি এবং ভবিষ্যতে আমি এভাবেই চলবো ইনশাআল্লাহ।
সবশেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি আরও বলেন, আপনারা আমাকে সব সময় কাছে পাবেন। আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের নিকট কৃতজ্ঞ থাকব এবং আজ যে ওয়াদাগুলো করলাম, তা বাস্তবায়ন করব।
সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?