নির্মাণ শিল্পের উপাদান বিষয়ে মার্কেটিং উৎসব

3 hours ago 3

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে ‘বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৩.০’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইভেন্টে দেশসেরা এক্সপার্টস, মার্কেটিং প্রফেশনালস এবং নির্মাণ শিল্পের প্রধানরা অংশ নেন।

ফেস্টের উদ্দেশ্য ছিলো বাংলাদেশের কনস্ট্রাকশন এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সেক্টরের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার পথ খুঁজে বের করা। ইভেন্টে সাতটি সেশন অনুষ্ঠিত হয়। যেখানে বক্তারা ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড, চ্যালেঞ্জ এবং সল্যুশন নিয়ে আলোচনা করেন।

প্রথম সেশনে মডারেটর ছিলেন গোলাম রাব্বানী। আলোচনা করেন এসএম আরাফাতুর রহমান, আবদুল্লাহ আল মামুন, মো. ফাহিম হোসেন এবং মো. রাশেদুল ইসলাম। বক্তারা ইন্ডাস্ট্রির বর্তমান চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন।

দ্বিতীয় সেশনে ড. এএসএম ওবায়দুল্লাহ মাহমুদ নতুন উদ্ভাবনী পদ্ধতি এবং গ্রাহকদের সঠিক রঙের চাহিদা মেটানোর সমাধান নিয়ে আলোচনা করেন। তৃতীয় সেশনে মডারেটর ছিলেন সৈয়দা উম্মে সালমা। আলোচনা করেন সালাহউদ্দিন শাহেদ, একেএম নুরুল হক সুমন, হোসাইন শাহ নেওয়াজ, মুনির আহমেদ খান এবং জুবায়েদ রাসেল। তারা এআই এবং মাল্টি-চ্যানেল মিডিয়া কমিউনিকেশনের নতুন দিক নিয়ে আলোচনা করেন।

কী-নোট সেশনে মাসুদ খান ইন্ডাস্ট্রির উন্নয়নে সহযোগিতা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। পঞ্চম সেশনে মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান নির্মাণ শিল্পে প্রযুক্তির ভূমিকা এবং টেকসই সল্যুশন নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন।

ষষ্ঠ সেশনে আতিক আকবর মডারেশন করেন। আলোচনায় অংশ নেন মো. মশিউর রহমান, আসাদুল হক সুফিয়ানী, গালিব মোহাম্মদ, মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, একেএম আহসানুল হক এবং ইরফান উদ্দিন। তারা ইন্ডাস্ট্রির টেকসই উন্নয়ন এবং আন্তঃসম্পর্কিত সহযোগিতার বিষয়ে কথা বলেন।

শেষ সেশনে মডারেটর ছিলেন সুমাইয়া মুতিয়াতুর রাসুল। আলোচনা করেন মো. তৌফিক হাসান, শামীম উজ জামান, আতিক আকবর, সৈয়দ তাসলিম মাহমুদ উল্লাস এবং শাহরিয়ার জামান। বক্তারা নতুন মার্কেটিং কৌশল এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের প্রভাব নিয়ে আলোচনা করেন।

একই সঙ্গে ‘বিজনেস ব্রিলিয়ানসের ৬ষ্ঠ সংখ্যা’ প্রকাশিত হয়। বিশেষ সংখ্যাটি নিবেদন করা হয় শেখ আকিজ উদ্দিনের স্মৃতির প্রতি। সংখ্যায় আরও তুলে ধরা হয় দেশের অগ্রগামী কর্পোরেট ব্যক্তিত্বদের। এ ছাড়া উজ্জ্বল এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে সংখ্যাটিতে বাংলাদেশে ব্যবসায়িক সম্প্রদায়কে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

আকিজ সিরামিকসের চিফ অপারেটিং অফিসার খোরশেদ আলম বলেন, ‘আকিজ সিরামিকস এ ফেস্টের অংশ হতে পেরে গর্বিত। আমাদের উদ্ভাবনী পদ্ধতি এবং গুণগত মান এ ইভেন্টের থিমের সাথে একদম মানানসই। এ ফেস্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি বড় প্ল্যাটফর্ম।’

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘এ ফেস্ট থেকে আমরা বুঝতে পেরেছি, আমাদের সম্মিলিত প্রচেষ্টা কীভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারে। আমরা শুধু অবকাঠামো নয়, একটি শক্তিশালী বাংলাদেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছি।’

এসইউ/জিকেএস

Read Entire Article