সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর ঘর থেকে বেরিয়ে আসছেন সাধারণ জনতা। বিভিন্ন শহরে চলছে তাদের আনন্দ-উল্লাস। তবে আসাদের দীর্ঘ শাসনামলে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। বন্দি থেকেছেন কারাগারে।
বর্তমানে সবার নজর নতুন সরকার কেমন হবে তা নিয়ে। তাছাড়া আসাদের সময় যারা নির্যাতনমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের সম্ভাব্য পরিণতিও বিবেচেনার বিষয়।
বাশার আল-আসাদ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের প্রধান জানিয়েছেন, আসাদ সরকারের আমলে যে সব কর্মকর্তা নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন কর্তৃপক্ষ তাদের তালিকা করবে।
তাছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিষয়ে তথ্য দিলে পুরষ্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে একটি হাসপাতাল থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এরপরই এমন ঘোষাণা দিলেন বিদ্রোহী ঘোষ্ঠীটির প্রধান।
এদিকে বিদ্রোহীরা দেশ শাসনের জন্য এখন অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মেদ আল-জোলানির নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে তিনি এরই মধ্যেই ক্ষমতাচ্যুত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি ও ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সূত্র: বিবিসি
এমএসএম