নিলামে উঠল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজ বাংলার জ্যোতি-সৌরভ

1 month ago 23

নিলামে উঠেছে পর পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন দুই জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। 

অগ্নি দুর্ঘটনার পরপরই জাহাজ দুটি বিক্রি করে শিপ ব্রেকিং ইয়ার্ডে পাঠানোর সিদ্ধান্তের পর নিলাম প্রক্রিয়ায় গেল সংস্থাটি।

জানা যায়, নিলামে তোলা জাহাজ দুটি ৩৭ বছর ধরে বিএসসি ব্যবহার করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে তেল আনার কাজে। ১৯৮৬ সালে ডেনমার্কের তৈরি করা এমটি বাংলার সৌরভ বিএসসির বহরে যুক্ত হয় ১৫ জুন ১৯৮৭ সালে। আর ১৯৮৭ সালের তৈরি করা এমটি বাংলার জ্যোতি বহরে যুক্ত হয় একই বছরের ১৫ মে। ডেনমার্কের তৈরি জাহাজ দুটির ধারণক্ষমতা ১৪ হাজার ৫৪১ টন। ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতিতে আগুন লাগার পাঁচ দিন পর ৫ অক্টোবর আগুন লাগে বাংলার সৌরভে। 

দরপত্রের বিষয়ে জানতে চাইলে বিএসসির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘৫ ফেব্রুয়ারি দরপত্র প্রকাশ করা হয়েছে। প্রকাশিত দরপত্রে আগামী ৫ জানুয়ারির মধ্যে ১২ হাজার টাকা দিয়ে শিডিউল পেপার কিনে সিকিউরিটি মানি ৪০ লাখ টাকা জমা দিয়ে ৬ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। আগ্রহীরা নিয়ম মেনে এ উন্মুক্ত নিলামে অংশগ্রহণ করতে পারবে। এজন্য চট্টগ্রাম ও ঢাকার বিএসসি অফিসে টেন্ডার বক্স রাখা হয়েছে। পাশাপাশি কেউ চাইলে আমাদের [email protected] ই-মেইলের মাধ্যমেও টেন্ডার জমা করতে পারবেন।’

Read Entire Article