নিশাঙ্কার শতকে তৃতীয় দিনের চা-বিরতিতে

2 months ago 7
গলে তৃতীয় দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটাও যেন নিজেদের করে নিল শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে দারুণ ব্যাটিং করে দিন গড়িয়েছে স্বাগতিকরা। চা-বিরতির সময় স্কোরবোর্ডে লঙ্কানদের সংগ্রহ ২৩৩ রান ২ উইকেটে। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা, তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই সেশনে ৩৩ ওভারে এসেছে ১৩৩ রান, কেবল একটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা—দিনেশ চান্দিমালকে (৫৪)। যদিও তার আগেই তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের আরেকটি ফিফটি। তবে দিনের মূল আলোচনায় নিঃসন্দেহে পাথুম নিশাঙ্কা। ১৩৬ বলে ১০০ পূর্ণ করা নিসাঙ্কা এখন ১২৬ রানে অপরাজিত, তার ইনিংসে রয়েছে ১৬টি চার ও একটি ছয়। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং প্রথমবারের মতো নিজ মাঠে শতক উদযাপন। দ্বিতীয় সেশনের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নিশাঙ্কা ও চান্দিমাল। স্পিনে ভরসা রেখেও বাংলাদেশ উইকেট তুলে নিতে পারেনি নিয়মিত বিরতিতে। তাইজুল ইসলাম ও নাঈম হাসান টানা বোলিং করলেও একমাত্র উইকেটটি এসেছে নাঈমের হাত ধরে, যেটা ছিল চান্দিমালের। পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাও বিশেষ কিছু করতে পারেননি, বরং রানের গতি ধরে রাখতে ব্যর্থ হন। মাঠে নামার সময় শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুসকে বাংলাদেশি খেলোয়াড়রা গার্ড অব অনার দেয়। ব্যাট হাতে তিনি শুরুটাও করেছেন আত্মবিশ্বাস নিয়ে, এখন ২৫ রানে অপরাজিত। চা-বিরতির আগেই লঙ্কানদের রান দাঁড়ায় ২৩৩/২, বাংলাদেশের লিড কমে আসে ২৬২ রানে। ব্যাটিং পিচে রানের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশকে বড় রানের ঘাটতি মোকাবিলা করতে হতে পারে। শেষ সেশনেও কি এমনই দৃঢ়তা বজায় থাকবে লঙ্কানদের? নাকি ফিরে আসবে মিরাজবিহীন বাংলাদেশের বোলিং আক্রমণ? গলে জমে উঠছে টেস্টের তৃতীয় দিন।
Read Entire Article