নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

2 months ago 5

রাজধানীর শাহবাগ ও কাটাবন মোড় মধ্যবর্তী এলাকায় সোমবার (১৬ জুন) ভোরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটাবন মোড় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে থাকেন নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বিলায়েত শেখ জানান, ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা’-র স্লোগানে ঘুম ভেঙে যায়। আনুমানিক ৫টা ৫০ মিনিটে মিছিলটি শাহবাগ থেকে এসে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত পৌঁছায়। পরিবাগ মোড়ে পনেরো-বিশজনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে তারা বিভিন্ন গলিতে সরে যায়। এর কিছুক্ষণ পরেই আমাদের হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কী এমন দৃশ্য দেখার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে?

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর কালবেলাকে বলেন, মিছিলটি কাঁটাবন মোড় এলাকায় হয়। এর স্থায়িত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের আইনের আওতায় আনা হবে।

Read Entire Article