নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা মারা গেছেন

3 months ago 8

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

বৃহস্পতিবার (১৫ মে) রাত আড়াইটার পঞ্চগড়ের বোদা সাতখামার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় বোদা উপজেলার এগারো মাইল প্রামানিক গোরস্থানে মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি বোদা পাইলট হাই স্কুল এন্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক আলহাজ্ব আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান ছিলেন। তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলায় মুন্সিরহাট হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন। 

Read Entire Article