নিষিদ্ধ পলিথিন মজুত করায় বোয়ালখালীতে দুই ব্যবসায়ীর জরিমানা

2 months ago 28

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ পলিথিন মজুত রাখায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, নিষিদ্ধ পলিথিন (পলিপ্রপাইলিন) শপিং ব্যাগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এম এস ব্রাদার্স ও মা-বাবা এন্টারপ্রাইজে নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস অংশ নেন।

এমডিআইএইচ/ইএ/এমএস

Read Entire Article