নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরায় তোড়জোড় গগবার

3 months ago 18

ডোপিং কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে এবার ফুটবলে ফেরায় তোড়জোড় শুরু করেছেন পল পগবা। ফরাসি লিগ ওয়ানের ক্লাব মোনাকোর সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় বসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই মিডফিল্ডার।

৩২ বছর বয়সী এই ফরাসি বিশ্বকাপজয়ী নিজ দেশে ফেরার লক্ষ্যেই লিগ ওয়ানের ক্লাবটি সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

বিসিবি স্পোর্টসের বরাতে জানা গেছে, দুই বছরের চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং মোনাকো এই চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করতে চায়। গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে এবং পগবা ইতোমধ্যেই প্রাক-মৌসুম শুরুর আগে ট্রেনিং শুরু করেছেন, যেন মাঠে ফিরতে পারেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ডোপ টেস্টে ধরা পড়েন পগবা। যে কারণে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরে ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারের ওপর চার বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা অক্টোবর মাসে আপিলের পর কমিয়ে ১৮ মাসে নামিয়ে আনা হয়।

গেল নভেম্বরে জুভেন্টাসের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেন পগবা। নিষেধাজ্ঞা কাটিয়ে মার্চ থেকে ফের পেশাদার ফুটবল খেলার জন্য বাধামুক্ত হন তিনি।

আন্তর্জাতিক ক্রীড়া সালিসি আদালতের চূড়ান্ত রায়ে বলা হয়, পগবা অনিচ্ছাকৃতভাবে ‘ডিএইচইএ’ নামক একটি পদার্থ গ্রহণ করেছিলেন, যা টেস্টোস্টেরন বাড়ায় এবং এটি বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় রয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো- রায়ে বলা হয়, ‘ডিএইচইএ’ শুধুমাত্র নারীদের পারফরম্যান্সে প্রভাব ফেলে, পুরুষদের ক্ষেত্রে নয়।

এমএইচ/জিকেএস

Read Entire Article