গুম, নির্যাতিত ও নিহতদের রক্তের ঋণ শোধ করতে হবে বলে উল্লেখ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার বিকেলে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
শিল্প উপদেষ্টা বলেন, গুম হয়ে যাওয়া পরিবার এবং নির্যাতিত পরিবারের রক্তের ওপর দাড়িয়ে আছে বর্তমান সরকার। এই রক্তের ঋণ শোধ করতে হবে। কৃষক, শ্রমজীবী মানুষ, ছাত্ররা যে জীবন দিলো, তারা যে অত্যাচারিত হলো, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য নিয়েই চেষ্টা করছে সরকার। সেই চেষ্টার অংশ হিসেবে নাটোর, দিনাজপুরসহ পঞ্চগড় চিনিকল পরিদর্শনে আসা।
তিনি আরও বলেন, আমরা বন্ধ কলকারখানা চালু করতে চাই। ক্রমান্বয়ে সব বন্ধ কলকারখানা চালু এবং নতুন নতুন উদ্যোগ যাতে শুরু হয়, সেটার চেষ্টা করতে চাই। কাল পরশু চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না। আমরা উদ্যোগগুলোকে এগিয়ে নিতে চাই।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম বলেন, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শিল্প উপদেষ্টার কাছে পুরো পঞ্চগড়ের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক এই বন্ধ থাকা পঞ্চগড় চিনিকল চালু করা। আমরা মন খুলে এই আবদার তার কাছে করতে চাই, বন্ধ থাকা চিনিকলগুলোর মধ্যে উত্তরবঙ্গে যদি একটি চিনিকল চালু হয়, সেটি যেন আমাদের পঞ্চগড় চিনিকল হয়।
এসময় জেলা প্রশাসক আবেদ আলী, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, দুজন আখ চাষি বক্তব্য রাখেন।
সফিকুল আলম/জেডএইচ/জেআইএম