নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, দুজন নিহত

1 month ago 18

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান স্থানীয়রা। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে জানিয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দিন কালবেলাকে বলেন, এ দুর্ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Read Entire Article