নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

7 hours ago 4
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেই সংবিধান দিয়ে নির্বাচন হতে পারে না। প্রধান উপদেষ্টা নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। এ জন্য আমাদের লাগবে একটা নতুন সংবিধান।  শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে এক সভায় তিনি এ কথা বলেন।  হাসনাত বলেন, হাসিনার সময় মানুষ ভোট দিতে পারেনি। যারা ভোট দিতে পেরেছে, তারা পুরো বইই সিল মারতে পেরেছে। আবার অনেক মরা মানুষও কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে। তাছাড়া ওই নির্বাচনি খেলায় আওয়ামী লীগের পক্ষে রেফারিও গোল দিয়েছে। ওসি ভোট কাটার ব্যবস্থা করেছে আর ইউএনও সেই ভোটের ফলাফল ঘোষণা করেছে। এমন নির্বাচন আর আমরা চাই না। এখন নির্বাচন লাগবে, তবে নির্বাচনের নিয়মটা পরিবর্তন করতে হবে।  তিনি বলেন, বাড়ি-ঘরে চুরি হলে শুধু দারোয়ান পরিবর্তন করে করে লাভ হবে না। বাড়ি ঘরের ভাঙা দরজা-জানালাও পরিবর্তন করতে হবে। আমাদের দেশের দরজা-জানালা ভাঙা, পাঁচ বছর পরপর দারোয়ান আনছি। কিন্তু ধান্দাবাজি-চাঁন্দাবাজি ঠেকানো যায়নি। তাই আগে বাড়ির ঘরের দরজা-জানালা ঠিক করতে হবে।  এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার প্রধান আহ্বায়ক জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এম এস সাইফ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম মুখ্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ।
Read Entire Article