নীতি আম্বানির পপকর্ন ব্যাগটির দাম কত জানেন?

2 months ago 35

নীতা আম্বানির বয়স ৬০ কোঠায় হলেও, তার বয়স যেন আটকে আছে ৩৫ বছরেই! আসলে তিনি এতোটাই বিলাসবহুল জীবনযাপন করেন যে, বার্ধক্যও তাকে ছুঁতে পারেনি। বরাবরই নীতা আম্বানি ফ্যাশন সচেতন।

তার ফ্যাশনে সর্বদা ফুটে ওঠে বিলাসবহুল জীবনযাত্রার ছাপ। যা সবার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট! তার অত্যাশ্চর্য সব পোশাক থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি, ঘড়ির সংগ্রহ সবই জানান দেয় যে, তিনি একজন সত্যিকারের স্টাইল আইকন।

সম্প্রতি একটি হাই-প্রোফাইল ইভেন্টে যান নীতা আম্বানি। তার সঙ্গে ছিলেন একমাত্র কন্যা ইশা আম্বানিও। এদিন সাদা-কালো একটি ব্লেজারের সঙ্গে কালোরঙা পালাজো পরেন নীতা আম্বানি। তার পোশাক আকর্ষণীয় হলেও, সবার নজর পড়ে তার হাতের ছোট্ট ব্যগটিতে।

নীতি আম্বানির পপকর্ন ব্যাগটির দাম কত জানেন?

অদ্ভুত অথচ ব্যয়বহুল একটি পপকর্ন-আকৃতির ব্যাগ সেটি। যা হাতে নিয়ে এদিন নীতা আম্বানি সবার দৃষ্টি আকর্ষণ করেন। এই ব্যাগের দাম জানলে আপনার চোখ কপালে উঠবে! ৩৪ লাখ টাকারও বেশি।

হ্যাঁ, সত্যিই পড়েছেন। নীতা আম্বানির হাতে যে পপকর্ন আকৃতির ব্যাগটি দেখছেন, সেটির দাম ভারতীয় রুপি ২৪ লাখ টাকা, যা বাংলাদেশি টাকায় ৩৪ লাখ টাকারও বেশি।

নীতি আম্বানির পপকর্ন ব্যাগটির দাম কত জানেন?

পপকর্নের বাক্সের মতো আকৃতির চ্যানেল পপ কোকো ব্যাগ দিয়ে নিতা তার স্টাইল সর্বোচ্চ স্তরে নিয়ে যান। ব্যাগটি কেবল অদ্ভূতই ছিল না। জানা গেছে, ব্যাগটি নাকি তৈরি হয়েছে, স্বর্ণ ও মুক্তার ব্যবহারে।

এদিন ইশা আম্বানি ল্যাভেন্ডার ব্লেজার-প্যান্ট পরেছিলেন। পায়ে ঠিল তার সিলভাররঙা চকচকে পেনসিল হিল। তাকে বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল।

টিরাবিউটি’র ইনস্টাগ্রামে পোস্ট করা আরও একটি ছবিতে নীতা আম্বানি ও ইশা আম্বানির সঙ্গে আরও দেখা গেছে বলিউড তারকা কারিনা কাপুর, কিয়ারা আদভানি, শাহরুখ কন্যা সুহানা খানকেও।

নীতি আম্বানির পপকর্ন ব্যাগটির দাম কত জানেন?

তারাও হয়তো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গেছে, তারা সবাই টিরাবিউটির ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন উপলক্ষে জড়ো হয়েছিলেন।

জেএমএস/এএসএম

Read Entire Article