নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হোন

19 hours ago 4
ঘাড়ে সামান্য ফোলা বা স্বরে হালকা ভিন্নতা— আমাদের অনেকেই এসব উপসর্গকে তেমন গুরুত্ব দিই না। কিন্তু জানেন কি, এমন সামান্য লক্ষণেই লুকিয়ে থাকতে পারে মারাত্মক এক রোগের ইঙ্গিত? এ রোগের নাম থাইরয়েড ক্যানসার।  শরীরের হরমোন ও বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাইরয়েড গ্রন্থি। আর এই ছোট্ট অঙ্গেই যখন ক্যানসার বাসা বাঁধে, তখন তা নীরবে ধীরে ধীরে শরীরের ক্ষতি করে চলে। প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ না থাকায় রোগ ধরা পড়ে দেরিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সূক্ষ্ম উপসর্গ আছে যেগুলো নজরে আনলেই প্রাথমিক অবস্থায় থাইরয়েড ক্যানসার শনাক্ত করা সম্ভব। সময়মতো চিকিৎসা নিলে সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ। থাইরয়েড ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো ১. ঘাড়ে হালকা চাকা বা গাঁট দেখা যাওয়া ২. জামার কলার টাইট লাগার অনুভূতি ৩. গলার স্বরে কর্কশতা বা ভিন্নতা ৪. গিলতে সমস্যা ৫. ঘাড়ের লিম্ফ নোড ফোলা ৬. গলা ও ঘাড়ে হালকা ব্যথা  এই লক্ষণগুলোর যেকোনোটি দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।   থাইরয়েড ক্যানসারের ধরন প্যাপিলারি থাইরয়েড ক্যানসার : সবচেয়ে সাধারণ, ধীরে বৃদ্ধি পায় এবং চিকিৎসায় ভালো সাড়া দেয়। ফলিকুলার থাইরয়েড ক্যানসার : তুলনামূলক কম সাধারণ; হাড় ও ফুসফুসে ছড়াতে পারে। হারথল সেল থাইরয়েড ক্যানসার : আগ্রাসী ধরনের, অন্যান্য অঙ্গেও ছড়াতে পারে। এনাপ্লাস্টিক থাইরয়েড ক্যানসার : সবচেয়ে বিপজ্জনক ও দ্রুত ছড়ানো ক্যানসার। মেডুলারি থাইরয়েড ক্যানসার : জেনেটিক কারণে হতে পারে, ক্যালসিটোনিন হরমোন উৎপাদন কেন্দ্র থেকে শুরু হয়। অন্যান্য বিরল ধরনের ক্যানসার : যেমন থাইরয়েড লিম্ফোমা ও সারকোমা।   ঝুঁকির কারণ অতীতে মাথা বা ঘাড়ে রেডিয়েশন থেরাপি নেওয়া পারিবারিক ইতিহাস বা জেনেটিক মিউটেশন নির্দিষ্ট জেনেটিক সিনড্রোম চিকিৎসকদের মতে, সব ক্ষেত্রেই ঝুঁকি স্পষ্ট নয়। তবে যাদের পরিবারে মেডুলারি থাইরয়েড ক্যানসারের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে প্রোফাইল্যাকটিক থাইরয়েডেকটমি (প্রতিরোধমূলক অস্ত্রোপচার) বিবেচনা করা যেতে পারে। অবশ্যই এর আগে একজন জেনেটিক কাউন্সেলরের পরামর্শ নেওয়া উচিত। শেষ কথা থাইরয়েড ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই ঘাড়ে ছোট ফোলা, স্বরে পরিবর্তন বা গিলতে সমস্যা দেখলেই অবহেলা করবেন না। সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিলে এই নীরব ঘাতককে নিয়ন্ত্রণে আনা সম্ভব। সূত্র : মায়ো ক্লিনিক
Read Entire Article