‘নীলপদ্ম’ ছবিতে যে চরিত্রে থাকবেন শাহেদ আলী

12 hours ago 4

অভিনেতা শাহেদ আলী অভিনীত ‘নীলপদ্ম’ ছবি ২৩তম ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে। এ চলচ্চিত্রে গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখা যাবে তাকে।

এই সিনেমা নিয়ে জাগো নিউজকে শাহেদ আলী বলেন, ‘‘নীলপদ্ম’ ছবির চরিত্রটি আমার খুব প্রিয়। আমার মনে হয়, দর্শকও চরিত্রটি খুব পছন্দ করবেন। একটি ভিন্নধারার চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারবেন দর্শক।’

সামনে নতুন সিনেমায় কাজ কী জানতে চাইলে শাহেদ আলী বলেন,‌ ‘এর মধ্যে বেশ কিছু সিনেমায় কাজ করেছি। ‘জ্বলে জ্বলে তারা’, ‘নীলচক্র’, ‘পায়েল’সহ বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আমি আসলে অনেক সিনেমারই প্রস্তাব পাই। যেখানে অভিনয়ের ক্যারিশমা থাকে সেখানে কাজ করি। সিনেমায় যেন দর্শক নতুনভাবে দেখেন আমাকে সেই ভাবনা মাথায় থাকে।’

‘গত চার মাস দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কাজ অনেকটাই কম ছিল। চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছি। আগের লগ্নিকারীদের অনেকে নেই। আবার নতুন অনেকে আসছে। পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। খুব দ্রুতই ব্যস্ততা বাড়বে আরও সবার’- যোগ করেন শাহেদ আলী।

এই অভিনেতা ক্যারিয়ারে প্রথম অভিনয় করেন ১৯৯৮ সালের ৭ ডিসেম্বর। প্রাচ্যনাটের ‘দড়ির খেলা’ নামের নাটকটির পরিচালক ছিলেন আজাদ আবুল কালাম।

এমআই/এলআইএ/এএসএম

Read Entire Article