‘সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ি’এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারী কারাগারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি।
বুধবার (২ জুলাই) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং জেলা কারাগার আয়জনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেল সুপার মো. রফিকুল ইসলাম।
কারা কর্তৃপক্ষ জানায়, কর্মসূচির প্রথম দিনে প্রতিটি সেলসহ ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বাস ভবন ও কারাগারের আশপাশের ঝোপ-জঙ্গল, ড্রেন, বদ্ধ জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতা করে জৈব্য ও রাসায়নিক দ্রব্য স্প্রে করা হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটিয়ে ডেঙ্গুর লাভা ধ্বংস করা হয়।
এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে কয়েদি, কর্মকর্তা-কর্মচারী এবং দর্শনার্থীদের মাঝে সচেতনতামূলক নানা বার্তা দিয়েছেন জেলা সুপার ও জেলার।
এসময় নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি/এএইচ/এএসএম