নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ‘যৌক্তিকতা’ নিয়ে প্রশ্ন এনসিপি নেতার

3 months ago 53

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার গ্রেপ্তার এবং মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় এক নেতা।

রোববার (১৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ প্রশ্ন তোলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। তিনি দলটির শৃঙ্খলা কমিটিরও সদস্য।

ফেসবুকে তিনি লিখেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? সে কীভাবে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকে! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।

তার সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আরহাম উদ্দিন তালুকদার নামে একজন লিখেন, আপনার কথায় ভাই দেশে আইন চলে না। কাকে গ্রেপ্তার করতে হবে সেটা দেশের আইন বুঝবে। অবশ্যই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে বলে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করা ঠিক হয়নি- এটা আপনি বলার কে? দেশের আইন-আদালত বুঝবে সেটা। দেশের আইনের ওপর শ্রদ্ধাশীল হওয়া উচিত আপনার।

হাবিব উল্লাহ নামে একজন লিখেন, নুসরাত ফারিয়ার পাগলা ভক্ত নাকি? এছাড়া অন্য আরেকজন নুসরাত ইমরোজ তিশাকে কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন তুলেছেন।

Read Entire Article