নেই উত্তাপ, এফডিসিতে চলছে পরিচালকদের ভোটের প্রচারণা

3 weeks ago 18

দিন যেন বদলে গেছে অনেক। শিল্পী-কলাকুশলীদের নিয়ে মুখরিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জৌলুস আর দেখা যায় না। বছরজুড়ে থাকে না কাজের ব্যস্ততা। বিভিন্ন সমিতির নির্বাচনগুলোতে খানিকটা মুখরিত হয়ে উঠতো বিএফডিসি তাও এখন ফিকে হয়ে এসেছে।

যাদের নির্বাচন তারা ছাড়া বাড়তি কেউ আগ্রহ দেখান না এফডিসিতে যাওয়ার। তাই উত্তাপহীন এক নির্বাচনের মৌসুম লক্ষ করা যাচ্ছে এবার। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন।

দুই বছর মেয়াদী এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।

নেই উত্তাপ, এফডিসিতে চলছে পরিচালকদের ভোটের প্রচারণা

নির্বাচন ঘিরে এখন এফডিসিতে ভিড় করছেন পরিচালকেরা। তবে নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের কেউ কেউ বললেন, সে অর্থে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নেই। ভোট দিতে
সব সদস্যরা আসবেন কি না, সেটা নিয়েও চিন্তিত অনেকে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।

প্রসঙ্গত, ইতিমধ্যে ২০২৩-২৪ মেয়াদের নির্বাচিত কাজী হায়াৎ-শাহীন সুমন কমিটির মেয়াদ শেষ হয়েছে।

এমআই/এলএ/এমএস

Read Entire Article