নেইমারকে না রাখার যে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

3 months ago 7

কোচ হিসেবে দায়িত্ব নিয়েই কঠিন কাজটা করতে হলো কার্লো আনচেলত্তিকে। সময়-সুযোগ কোনোটাই তিনি পাননি। একটু বসে যে চিন্তা-ভাবনা করবেন সে ফুরসত পাননি। দলের দায়িত্ব নিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের ২ ম্যাচের জন্য নিজের তৈরি করা দলটির ঘোষণা দিলেন। যেখানে অবধারিতভাবেই নেই নেইমারের নাম।

‘অবধারিত’ বলার একটাই কারণ, নেইমার আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন। সদ্য ইনজুরি থেকে উঠেছেন। ম্যাচ ফিটনেস ফিরতে তার সময় লাগবে। সেই সময়টা নিতে চান আনচেলত্তি। তার আশা, আগামী বিশ্বাকাপে নেইমারের পুরো সার্ভিস তিনি পাবেন। সে চিন্তায় এখন থেকেই সতর্ক পদক্ষেপ নতুন ব্রাজিল কোচের।

দায়িত্ব নেয়ার পর সময় পাননি ঠিক আছে, তবে আনচেলত্তি রিয়াল মাদ্রিদে থাকতেই ব্রাজিল দল নিয়ে হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছিলেন। এ নিয়ে নেইমারের সঙ্গেও কথা হয়েছে তার। বলা হচ্ছে, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পেছনে নেইমারের ভূমিকাও ছিল বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু তার দুর্ভাগ্য, নিজের পছন্দ করে নিয়ে আসা কোচের প্রথম স্কোয়াডেই থাকার সুযোগ পেলেন না।

কেন নেইমারকে দলে নেয়া হলো না? এর ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি। মূলতঃ সাম্প্রতিক চোটের কারণেই নেইমারকে দলে নেয়া হয়নি। ব্রাজিলের ২৬ সদস্যের দলে নেইমারের জায়গা না হওয়ার মূল কারণ, তার পেশির চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া।

দল ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছেন, তিনি এমন খেলোয়াড়দের দলে নিয়েছেন যারা বর্তমানে ভালো ফর্মে রয়েছে এবং যাদের ফিটনেস আছেন। তিনি বলেন, ‘নেইমার সম্প্রতি চোট থেকে ফিরেছে। আমরা সবাই জানি সে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তার ওপর ভরসা রাখি।’

একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, নেইমারকে দলের বাইরে রাখা মানে তাকে পুরোপুরি বাদ দেওয়া নয়; বরং তিনি তাকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দিতে চান। আনচেলত্তি নেইমারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে একমত হয়েছেন এবং তিনি নেইমারকে ভবিষ্যতে দলের মূল অস্ত্র হিসেবেই দেখছেন।

নেইমারকে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করার জন্য তিনি তাকে সময় দিচ্ছেন এবং সম্ভবত আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে (৯ ও ১৪ সেপ্টেম্বর) নেইমার দলে ফিরতে পারেন। যদিও সে পর্যন্ত তার ফিটনেসের কী অবস্থা হয় তার ওপর নির্ভর করছে।

চোট নিয়েই পুরো ক্যারিয়ারটা টেনে নিচ্ছেন নেইমার। সম্প্রতি সান্তোসের হয়ে খেলার সময় তিনি পেশির চোটে ভোগেন, যা তাকে ধারাবাহিকভাবে মাঠের বাইরে রেখেছে। গত মার্চে ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি এবং এ কারণে সর্বশেষ বাছাইপর্বের স্কোয়াডেও জায়গা পাননি তিনি।

আনচেলত্তির লক্ষ্য হলো ২০২৬ বিশ্বকাপের জন্য একটি ফিট এবং পুরোপুরি প্রস্তুত দল তৈরি করা। তিনি যে ধরনের দল তৈরি করতে চান নেইমারের ফিটনেস এখনো সেই মানদণ্ডে পৌঁছায়নি। তবে, আনচেলত্তি আশাবাদী, নেইমার সুস্থ হয়ে দলে ফিরবেন এবং দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আইএইচএস/

Read Entire Article