পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
রাজনীতি ছেড়ে দিতে দুই জামায়াত নেতাকে হুমকি
এতে বলা হয়, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নং যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
এমএইচএ/বিএ/জেআইএম