নেতা-কর্মীদের মানুষের কাছে যেতে বললেন ড. ফরহাদ

2 hours ago 3

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ঘরে বসে না থেকে মানুষের কাছে যান। তাদের পাশে থেকে মন জয়ে কাজ করুন। এবারের নির্বাচন খুবই কঠিন হবে। মানুষের ভালোবাসা নিয়েই নির্বাচনে বিজয়ী হতে হবে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের লোহাগড়ায় এনপিপির পৌরসভা কার্যালয়ে দলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এনপিপির নেতাকর্মীদের উদ্দেশে ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, বিএনপির সব নেতাকর্মী আমাদের ভাই। তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। কেউ যেন আমাদের নেতাকর্মীদের ব্যবহারে কষ্ট না পায়। সে দিকে সব সময় খেয়াল রাখতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে জাতীয়তাবাদী সমমনা জোটের এ সমন্বয়ক বলেন, দেশে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ দাবি দেশের আম-জনতার। আশার কথা, এ বছরের শেষে জাতীয় নির্বাচন হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দিনের ভোট আর রাতে হবে না।

তিনি সবাইকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। এ জন্য ইতিবাচক কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। মানুষ কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না।

এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুল আলমের সঞ্চালনায় কর্মিসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন এনপিপির কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুক্ত, এনপিপি নেতা ও সাবেক কাউন্সিলর শাহাদত শিকদার, নজরুল ইসলাম, বদিয়ার রহমান, রেজাউল করিম রিজু, কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, ফিরোজ আহম্মদ, জালাল উদ্দীন, আসগর প্রমুখ।

কর্মিসভায় লোহাগড়া পৌর এনপিপির ৫নং ওয়ার্ডের ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Read Entire Article