নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ

6 days ago 8

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিরারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাড়ির বাগানে ওই ফ্ল্যাশ বোমা ‍দুটি পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

তবে ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। এমনকি এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই ঘটনার মাধ্যমে সব রেড লাইন অতিক্রম করা হয়েছে।

তিনি বলেন, ইরান এবং তাদের মিত্রদের দ্বারা ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন নেতানিয়াহু। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ি থেকেও একই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে এটা সম্ভব নয়।

তিনি ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই হামলার নিন্দা জানিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতমার বেনগাভির বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এই উস্কানি সব সীমা অতিক্রম করে গেছে। শনিবার রাতে তার বাড়িতে বোমা নিক্ষেপ আরেকটি সীমা অতিক্রম করেছে।

টিটিএন

Read Entire Article