নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

3 months ago 12

নেত্রকোনায় বজ্রপাতে রাকিব হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে। তিনি পেশায় ভাঙারির ব্যবসা করতেন।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাকিব ভ্যানগাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে পুরাতন লোহা, ভাঙা প্লাস্টিকসহ জিনিসপত্র সংগ্রহ করতেন। প্রতিদিনের মতো আজও বেলা পৌনে ১১টার দিকে বাড়ি থেকে তিনি ভ্যান নিয়ে বের হন। কিছু দূর গেলে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মারা যাওয়া রাকিবের দাফন জন্য পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এইচ এম কামাল/জেডএইচ/জিকেএস

Read Entire Article