নেত্রকোনায় ভাতিজার আঘাতে চাচা নিহত

2 days ago 11

নেত্রকোনার খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার আঘাতে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলার আধুনিক সদর হাসপাতারে তার মৃত্যু হয়। এর আগে এদিন বিকেলে ধান শুকানোকে কেন্দ্র করে হাতাহাতিতে তিনি আহত হন।

নিহত হাবিবুর রহমান ওই উপজেলার বল্লী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত তারাব নূর (৩৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির জমি নিয়ে নিহত হাবিবুর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে ধান শুকানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে তারাব নূর কোদালের বাঁশের অংশ দিয়ে হাবিবুরের বুকে আঘাত করেন।

এতে হাবিবুর আহত হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে মৃতের দেহে আঘাতের চিহ্ন শনাক্ত করতে পারেনি পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, ধান শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটনা ঘটে। ধাক্কাধাক্কি বা হাতাহাতির সময় হার্ট অ্যাটাক মৃত্যুর কারণ হতে পারে। মরদেহের ময়নাতদন্ত চলমান রয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করবে বলে জানা গেছে।

এইচ এম কামাল/এমএন/এএসএম

Read Entire Article