নেত্রকোনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২

3 months ago 52

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান (৫৫) ও সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের ছোট ভাই আব্দুল ওয়াদুদ রতনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলা সদরের মুক্তিনগর এলাকার নিজ বাসা থেকে মিজানকে গ্রেফতার করা হয়।

রতনকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সেইচাহানী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজান উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে জেলার উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার এলাকায় ছাত্রদল নেতা মো. আব্দুল গাফফারকে (২৬) মারধর করা হয়। পরে বুধবার রাতে আব্দুল গাফফার নিজে বাদী হয়ে রতন, মিজানসহ ১৭ জনের নাম উল্লেখ ও আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা করেন। ওই মামলায় রতন ও মিজানকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, উপজেলার পাঁচকাটা গ্রামের মো. আব্দুল গাফফারের দায়ের করা মামলার আসামি আব্দুল ওয়াদুদ রতন ও মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

Read Entire Article