নেপাল কাবাডি লিগে থাকছেন বাংলাদেশের ৬ খেলোয়াড়
নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগের প্লেয়ার ড্রাফটে থাকছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।
রেইডার মিজানুর রহমান ও শাহ মো. শাহান, অলরাউন্ডার মো. ইয়াসিন আরাফাত ও মনিরুল চৌধুরী এবং ডিফেন্ডার সবুজ মিয়া ও রোমান হোসেন থাকছেন প্লেয়ার ড্রাফটে। কাবাডি লিগে কাঠমান্ডু, পোখরা, বিরাটনগর, জনকপুর, ধানগাদি ও বুতওয়াল ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। জানুয়ারি মাসে নেপালের এ আসর আয়োজিত হওয়ার কথা।
নেপালের ড্রাফটে পাঠানো খেলোয়াড়রা ম্যাটের লড়াইয়ের জন্য প্রস্তুত কি না—প্রশ্নের জবাবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ কালবেলাকে বলেন, ‘মিজান ভারতে প্রো-কাবাডি লিগে খেলছেন। বাকিরা নিজস্ব সংস্থায় নিয়মিত অনুশীলনের মধ্যে রয়েছেন। ম্যাটের লড়াইয়ের জন্য আমাদের খেলোয়াড়রা প্রস্তুত আছেন। আশা করছি, তারা সেখানে ভালো করবেন।’
খেলোয়াড়দের পাশাপাশি রেফারি ও টেকনিক্যাল অফিসিয়ালদের সামনেও সুযোগ আসতে পারে বলে জানালেন কাবাডি সাধারণ সম্পাদক। তার কথায়, ‘নেপালের এ প্রতিযোগিতার টেকনিক্যাল বিষয় দেখভাল করছেন ই প্রসাদ রাও। তার সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। লিগ আয়োজনের যে পরিকল্পনা সাজানো হচ্ছে, সেখানে বাংলাদেশি রেফারি টেকনিক্যাল অফিসিয়ালরাও আছেন। আশা করছি, বাংলাদেশের অফিসিয়ালরা এ আসর থেকে অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করতে পারবেন।’