নেপাল কাবাডি লিগে অংশগ্রহণ করতে গেছেন বাংলাদেশের চার খেলোয়াড়। আজ রোববার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তারা দেশটিতে পৌঁছান।
মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া বর্তমানে নেপালে অবস্থান করছেন। ১২ জানুয়ারি যাওয়ার কথা রয়েছে বাকি দুই খেলোয়াড় শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন। জানা গেছে, তাদের দল হিমালয়ান রাইডার্স বর্তমানে প্রস্তুতির জন্য ভারতে অবস্থান করছে। বাংলাদেশি খেলোয়াড়দের এ সফরে রাখার পরিকল্পনা ছিল দলটির। কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে জটিলতা থাকায় সে পরিকল্পনা থেকে সরে আসে হিমালয়ান রাইডার্স।
বাংলাদেশি ছয় খেলোয়াড়ের মধ্যে মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া খেলবেন পোখরা লেকার্সের হয়ে। ইয়াসিন আরাফাত খেলবেন ধানগাদি ওয়াইল্ড-কেটসের পক্ষে। মিজানুর রহমান খেলবেন কাঠমান্ডু মেভারিকসের হয়ে। শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন খেলবেন হিমালয়ান রাইডার্সে।
নেপাল পৌঁছার পর দুপুরে হোটেলে উঠেছেন বাংলাদেশি খেলোয়াড়রা। অন্যতম খেলোয়াড় ইয়াসিন আরাফাত নেপাল থেকে কালবেলাকে বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ। এখানে নৈপুণ্য দেখাতে পারলে ভবিষ্যতে অন্যান্য লিগেও খেলার সুযোগ আসবে। নেপাল কাবাডি লিগে খেলার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ স্যারকে।’
নেপালে পা রেখেই কাবাডি লিগের উন্মাদনা টের পেয়েছেন ইয়াসিন আরাফাত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্লাইটে এক নেপালির সঙ্গে কথা হচ্ছিল। তিনিও কাবাডি লিগ সম্পর্কে ভালো জানেন, দারুণ উন্মাদনাও কাজ করছিল ওই ভদ্রলোকের মাঝে। নেপালে পা রাখার পর এ লিগকে ঘিরে প্রচার ও উন্মাদনার চিত্র দেখলাম। আশা করছি, জমজমাট একটা আসর হবে। আমরাও দলগুলোর আস্থার প্রতিদান দিতে চাই।’