নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল

2 days ago 5
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিরাপত্তা শঙ্কা ও বিরূপ পরিস্থিতির কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে। খবর কাঠমান্ডু পোস্টের টিআইএর জেনারেল ম্যানেজার হানসা রাজ পান্ডে জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘বিমানবন্দর বন্ধ করা হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা হবে না।’ ধোঁয়া ও নিরাপত্তা সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে ফ্লাইট শুরু করা যাচ্ছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ারসহ সব দেশীয় এয়ারলাইন্সও তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।
Read Entire Article