নোঙর করা ট্রলারের রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

3 months ago 10

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার ট্রলারের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) রাতে নগরীর সদরঘাট এলাকায় এফভি সিহার্ট-১ নামে একটি ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মো. আলতাফ হোসেন (৪৫) ও মো. নুর উদ্দিন (২৫)। আলতাফ ট্রলারের সুকানি এবং নুর উদ্দিন বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

নৌ-পুলিশের চট্টগ্রামের সদরঘাট থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, সিহার্ট ট্রলারটি রশি বেঁধে আরেকটি বিকল ট্রলারকে নদীর তীরের দিকে টেনে নিয়ে আসছিল। তীরের প্রায় কাছাকাছি আসার পর হঠাৎ বিকল ট্রলারটির রশি ছিঁড়ে যায়। তীব্র গতিতে মোটা রশি গিয়ে আঘাত করে ট্রলারের ওপরের পাটাতনে থাকা দুই শ্রমিককে। তখন তারা নদীতে পড়ে যান।

তিনি আরও বলেন, তীরের কাছাকাছি হওয়ায় পানি কম ছিল। ট্রলারের অন্যরা তাদের উদ্ধার করেন, তবে ততক্ষণে তারা মারা যান। রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read Entire Article