নোবেলের সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে সেই তরুণীকে

3 months ago 82

ধর্ষণ, নির্যাতন ও পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে সামাজিক মাধ্যমে পাল্টা দাবি উঠেছে। ২১ মে দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজের এক অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মামলাটিকে ‘পরিকল্পিত চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অভিযোগকারিণী নিয়মিত নোবেলের সঙ্গে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করতেন এবং মঞ্চেও উপস্থিত ছিলেন। ‘যদি সাত মাস আটকে রাখা হতো, এত বড় জনসম্মুখে সে কেন উপস্থিত থাকত এবং কাউকে কিছু বলত না?’ প্রশ্ন তুলেছেন অ্যাডমিন।

একই সঙ্গে পোস্টে ‘মহামায়া’ গানের রেকর্ডিংয়ের সময় তোলা একটি ছবি দেখানো হয়েছে যেখানে অভিযোগকারিণীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে বলা হয়েছে, ‘সাত মাস ধরে আটক থাকার মতো কোনো প্রমাণ নেই।’

মামলার প্রেক্ষাপটে জানা গেছে, অভিযোগকারিণী ৯৯৯-এ কল করে নোবেলকে তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ ১৯ মে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে। এরপর ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিষয়ে এখনো অভিযোগকারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Read Entire Article