নোয়াখালীতে টানা দুদিনের ভারী বর্ষণে আবারও ডুবে গেছে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা। সড়ক, বাজার, বাসাবাড়ি—সবখানেই জমে গেছে হাঁটু থেকে কোমরসমান পানি। জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। তবে বর্ষণের পাশাপাশি জলাবদ্ধতার বড় কারণ হিসেবে উঠে এসেছে খাল-বিল ও ড্রেনের মুখে বসানো অবৈধ ‘ভেসাল জাল’। এসব জালের কারণে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হচ্ছে না বলে অভিযোগ... বিস্তারিত